রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে তিনি এ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ পুলিশ সদস্য, ৭১-এ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং রাজশাহীবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এরপর আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী’র সকল পুলিশ ইউনিটের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ফোর্সদের বিভিন্ন আবেদন নিবেদন শোনেন এবং দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply