রাউজানে রাস বিহারী মন্দির উৎসর্গ ও রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা বৃহস্পতিবার

রাস বিহারী মন্দির উৎসর্গ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শ্রীকৃষ্ণ ভাবনায় নিবেদিত প্রাণ রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত শ্রীশ্রী রাস বিহারী মন্দির উৎসর্গ ও শ্রীশ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী ৬ ও ৭ই ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার ২দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীশ্রী গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী অনুপম দেবনাথ (পাভেল)। রাত ৮টায় শুভ অধিবাস, রাত ৯টায় পালা কীর্ত্তন পরিবেশন করবেন কুমারী সুমিতা সরকার মিতালী, রাই কিশোরী সম্প্রদায়, নওঁগা।

৭ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টায় শ্রীশ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা পূজা ও গীতাপাঠ, পরিচালনা করবেন কাঞ্চন চক্রবর্তী। সকাল ১০টায় শ্রীশ্রী গীতাযজ্ঞের শুভারম্ভ, পৌরহিত্য করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা পরিষদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *