কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে শিশুসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালমান-জাকির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। গুলিবিদ্ধ ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘ই’ ব্লকের দুই গ্রুপের গোলাগুলিতে ১৫ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। জকির গ্রুপ ও পুতুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়’
Leave a Reply