কানাডিয়ান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছেন ‘বেওয়াচ’-এ তার অসাধারণ অভিনয়ের জন্য। পশুপ্রেমী হিসেবেও তার পরিচিতি রয়েছে। পশুদের অধিকারের জন্য লড়াইও করেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পামেলা ও জন দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দুজন এখন আর একসঙ্গে থাকছেন না। পামেলা নিজেই বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন। তিনি বলেন, ‘জীবন একটি ভ্রমণ এবং প্রেম তারই একটি প্রক্রিয়া। চিরন্তন সত্যকে মেনে নিয়ে আমরা বিয়ে আনুষ্ঠানিকভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। নিয়ম মেনেই এটি সম্পন্ন হবে।’
তবে ফক্স নিউজ জানায়, এই দম্পতির কোনো আইনি বিয়ের লাইসেন্স ছিল না। ৭৪ বছরের জনের দ্বিতীয় স্ত্রী ছিলেন ৫২ বছরের পামেলা। মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ সি জে পার্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। তিনি টানা পাঁচ বছর ছিলেন ‘বেওয়াচ’ সিরিজের সঙ্গে।
একসময় সাড়া বিশ্বের হাজার হাজার পুরুষের বুকে ঝড় তুলতেন এই সুন্দরী। পাশাপাশি তিনি ছিলেন প্লে বয় ম্যাগাজিনের তারকা। কেবলমাত্র তাঁর ছবি দেখার জন্য বিক্রি হত এই ম্যাগাজিন। এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ বে ওয়াচের মাধ্যমে তিনি সাফল্যর চূড়াতে উঠে গিয়েছিলেন। কিন্তু এত সাফল্য পেলেও সম্পর্কে কখনই থিতু হতে পারেননি। হয়তো ভেবেছিলেন পাঁচ নম্বর বিয়েতে নিজের মনের মানুষের স্বাদ পাবেন কিন্তু তাতেও হতাশ হতে হল তাঁকে।
Leave a Reply