যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এসপি শম্পা রানী সাহা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী যমুনা দাসের লেখা পড়ার দায়িত্ব নিলেন সীতাকুণ্ড (সার্কেল) এডিশনাল এসপি শম্পা রানী সাহা।

যমুনা দাস কুমিরা ঘাটগড় এলাকার জেলেপাড়ার বচন দাস এর কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিতার মৃত্যুর পর একপ্রকার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এই শিক্ষার্থীর।

সদ্য জেএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলেও নবম শ্রেণিতে ভর্তি এবং বই-খাতা কেনার টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল।

এমন বিষয়টি এডিশনাল এসপি শম্পা রানী
সাহা’র কানে আসলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে এবং কাউকে কিছু না জানিয়ে যমুনা দাশকে সঙ্গে নিয়ে স্কুলে উপস্থিত হন। এরপর যমুনা দাস কে নবম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই-খাতা, কলমসহ শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করেন।

হঠাৎ একজন পুলিশ অফিসারকে দেখে বেশ উচ্চাসিত হয়ে যায় যমুনা দাশ।

উল্লেখ যে, সীতাকুণ্ড সার্কেল এসপি শম্পা রানী শাহা এর আগেও গরীব-অসহায় টাকার অভাবে পড়ালেখা করতে পারছেনা এমন অনেককে বই,খাতা ও শিক্ষা সামগ্রীসহ আর্থিকভাবে সহযোগীতা করেন।

এদিকে শম্পা রানী শাহা কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে উক্ত কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

তিনি ইভটিজিং রোধ, বাল্য বিয়ে বিষয়ে সর্তক থাকা এবং রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ব্যবহার করাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর সাথে আলোচনা করেন। যেকোন প্রয়োজনে যোগাযোগের জন্য সীতাকুণ্ড মডেল থানার নাম্বার এবং নিজের ব্যক্তিগত নাম্বার শিক্ষার্থীদেরকে প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *