এসএসসি পরীক্ষা : দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৯৭ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা ৩

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদেশের ন্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩৯৭ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থী দ্বিতীয় দিনে বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।

তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। তিনি বলেন, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ০.৩৩ শতাংশ। বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার মোট পরীক্ষার্থীর মাঝে ৩৯৭ জন পরীক্ষার্থী দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেয়নি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় বাংলা ২য় পত্র পরীক্ষা। দ্বিতীয় দিনের পরীক্ষায় চট্টগ্রামে ৮৭ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও ২৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৮৬ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী।

কক্সবাজার জেলায় অনুপস্থিত ছিলেন ৬২ জন। ১৭ হাজার ৮শ ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের কথা থাকলেও অংশ নিয়েছে ১৭ হাজার ৭৮৮ জন। একইভাবে ৬ হাজার ৩শ ৮৪ জন পরীক্ষার্থী রাঙ্গামাটি জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহনের কথা থাকলেও ৬ হাজার ৩শ ৭২ জন অংশ নেন। এ জেলায় অনুপস্থিত ছিলেন ১২ জন পরীক্ষার্থী।

বান্দরবান জেলায় ৩ হাজার ২১৩ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ২শ ১ জন এবং অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী। এছাড়াও খাগড়াছড়ি জেলায় ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ জেলায় ৬ হাজার ২২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জানালেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *