ডাকাতি প্রস্তুতিকালে সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুসিকালে ৫ জনকে আটক করেছে মডেল থানার পুলিশ।

বুধবার ভোর রাতে এসআই মোহাম্মদ কায়েমুল ইসলাম, এসআই হাসান তারেক এবং এএসআই এমরান হোসেনের নেতৃত্ব পুলিশ উপজেলার পৌরসভাস্থ নুনাছড়া সাইনবোর্ড নামক এলাকা থেকে পাঁচ ডাকাতকে আটক করে।

আটককৃত ডাকাতরা হলো- নজরুল ইসলাম,পিতা রবিউল হক; মোহাম্মদ জাহিদ হোসেন প্রকাশ এরশাদ, পিতা-মৃত নুরুল আফসার;নুরুল হুদা প্রকাশ তারেক,পিতা মৃত নুরুল হক; মোঃ কামাল পারভেজ, পিতা আবুল হোসেন প্রকাশ ডাকাত হোসেন সওদাগর এবং সোহেল প্রকাশ মহব্বত, পিতা-নিজামুদ্দিন বাবুল

তাদের কাছ থেকে ১ টি লোহার পাইপ, ৩ টি লোহার রড, ১ টি লোহার তৈরী কোরাবাড়ি, ৩ টি লাল স্কচটেপ প্যাচনো লাঠি, ১ টি বাংলা দা, ১ টি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ( ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা রাতে মহাসড়কে সুযোগ বুঝে ডাকাতি করে। বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। উল্লেখিত ৫জনকে গ্রেফতার দেখিয়ে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩,ধারা-৩৯৯/৪০২) রুজু পূর্বক কোর্টে প্রেরন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *