মিরসরাইয়ে এক রাতে পনেরো দোকানে চুরি

দোকানে চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে গনচুরির ঘটনা ঘটেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা ও হাদি নগর, মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোর বাজার এবং মলিয়াশ স্কুল গেইটসহ ১০/১১টি দোকানে এ গনচুরির ঘটনা ঘটে। গনচুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, গভীর রাতে এসব দোকানে চোর হানা দেয়। তারা ওইসব দোকানগুলোর তালা ভেঙে ও গ্রীল কেটে প্রবেশ করে। কেউ টের পাওয়ার পূর্বে চোরের দল দোকানগুলো থেকে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিকরা দোকানের তালা ভাঙা দেখতে পায় ।

এলাকার স্থানীয় আবদুল কাদের জানান, ১০/১১টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একইরাতে ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়াডের বানাতলী ভোরবাজারের ফারুক সওদাগরের দোকান ও সাদ্দামের দোকানে চুরি হয়।

উক্ত দোকান গুলো থেকে গ্যাস সিলেন্ডার, দুধ, চাপাতা, সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানায় তাসরিফ ষ্টোরের মালিক ফারুক সওদাগর।

এছাড়াও একই ওয়াডের মলিয়াইশ স্কুল গেইটের সামনে হানিফ ষ্টোর নামের একটি দোকানও একই দিন চুরি হয়েছে বলে জানাযায়।

এলাকাবাসী জানান, চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক রহস্যের সৃষ্টি হয়েছে, এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।

মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, চুরির ঘটনা শুনেছি। এ ঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহনের জোর দাবি করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *