ক্যাসিনো-কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কাকরাইলে তার অফিসে নেওয়া হয়েছে।
রবিবার বেলা সোয়া একটার দিকে র্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল গাড়িতে করে সম্রাটকে নিয়ে কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারের চতুর্থ তলায় সম্রাটের কার্যালয়টি ঘিরে ফেলে। পরে হাতুড়ি দিয়ে কার্যালয়ের তালা ভেঙে সম্রাটকে নিয়ে ভেতরে প্রবেশ করে র্যাব সদস্যরা। এ সময় সম্রাটের মাথায় হেলমেট পড়া ছিল।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কার্যালয়টিতে তল্লাশি চালানো হবে বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, অভিযানের অংশ হিসেবে সম্রাটকে কাকরাইলে তার কার্যালয়ে আনা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্রাটকে কাকরাইলে আনার খবর পেয়ে ওই এলাকায় শত শত মানুষ ভিড় করেছে। তাদের সরাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
এর আগে রবিবার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। সম্রাটের সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব
Leave a Reply