আমিরাতে বসন্ত উৎসবকে ঘিরে আয়োজক কমিটির প্রস্তুতি সভা

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বসন্ত উৎসব কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটি, প্রবাসী ব্যবসায়ী,সাংবাদিক ও শিল্পী বৃন্দরা যৌথ ভাবে প্রস্তুতি নিচ্ছে।

গত ৪ ফেব্রুয়ারি আমিরাতের সারজাস্থ হুদায়বিয়ার রেস্টুরেন্টে এই যৌথ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোঃ ইয়াকুব সুনিক।

যৌথ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহ্বায়ক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি ও কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, শারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি নেতা ইসমাইল গনী চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুগ্মসম্পাদক ও কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুদ্দিন,বসন্ত উৎসবের সমন্বয়কারী ও বাংলাদেশ কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, মিরসরায় সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি নেতা মাজহারুল্লা মিয়া,দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চট্টগ্রাম সমিতি উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক মীর আহমদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন পারভেজ, আকতারুজ্জামান স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মনাদ শওকত নারী উদ্যোক্তা সৈয়দা দীবা।

সাংবাদিক শিবলী আল সাদিকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ইর সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ,বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলাদেশ শিল্পী সমিতি ইউ এ ইর সভাপতি জাবেদ আহমেদ মাসুম,সাংবাদিক ওবায়দুল হক মানিক।

৭১ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও সংহতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান, আলোকিত সকালের আরব-আমিরাত প্রতিনিধি সানজিদা ইসলাম, প্রভাস মেলার সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক,সি প্লাস টিভির প্রতিনিধি মোহাম্মদ ইসতিয়াক, সঙ্গীত শিল্পী মোহাম্মদ জাবেদ, সাংবাদিক সোহেল চৌধুরী,৭১টিভির ক্যামেরা পার্সন আমিনুল হক, আর টিভির ক্যামেরা পারসন খালেদ হাসান রনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *