ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাত থেকে জনতা ব্যাংকের মাধ্যমে প্রতি মাসের প্রথম সপ্তাহে (১-৭তারিখ) জনতা ব্যাংকের চারটি শাখা আবুধাবি, দুবাই,শারজা ও আল আইন থেকে রেমিট্যান্স ফি ছাড়াই দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠানো যাবে।
বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ছাড়াও
এখন থেকে নিয়মিতভাবে প্রতি মাসের প্রথম সপ্তাহে (১-৭তারিখ) জনতা ব্যাংকের চারটি শাখা থেকে রেমিট্যান্স ফি/কমিশন ছাড়াই দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠানো যাবে বলে ব্যাংকের ইউএই অপারেশনের প্রধান নির্বাহী ও মহা ব্যবস্থাপক আমিরুল হাসান জানিয়েছেন।
এর বাইরে বিশেষ করে প্রান্তিক শ্রমজীবি ভাইদের কথা মনে রেখে মাসের মাঝামাঝি সময়ে রেমিট্যান্স ফি ছাড়া দেশে টাকা পাঠানোর আর একটি সুবিধাজনক সময়সীমা নির্ধারণের জন্য অনুরোধ জানালে কর্তৃপক্ষ তা বিবেচনার আশ্বাস দিয়েছেন। দ্বিতীয় সময়সীমাটি মাসের কত তারিখ থেকে হলে সুবিধাজনক হবে প্রবাসী ভাইবোনেরা জনতা ব্যাংকে জানাতে পারেন।
Leave a Reply