একাদশ জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী বিমানবন্দরে নেমে ব্যক্তিগত মাইক্রোবাসে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দার ফেরিঘাট মসজিদের পাশে হুইপকে প্রোটোকল দেয়া পুলিশের পিকআপটি আগে পার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মাঝখানে ঢুকে যায়। এতে ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হুইপের ডান পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হুইপ জয়পুরহাটের উদ্দেশ্যে চলে যান।
নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এছাড়াও হুইপ প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে চলে গেছেন।
Leave a Reply