বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, এক নারীসহ আহত ১০

বাঁশখালীতে যাত্রীবাহি বাস খাদে

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারীসহ ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাধনপুর চারা বটতল এলাকার প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, বৈলছড়ি মাইদার পাড়া এলাকার আহমদ মিয়া চৌধুরীর স্ত্রী নাছিমা আক্তার (৩০), শীলকূপ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে বদিউল আলম ও মো. নাজিম উদ্দীন (২৭), দক্ষিণ কাথরিয়া বাইলা খলিফা জামে মসজিদের খতিব ও উপজেলার মিনজিরীতলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মাওলানা আবুল কাশেম (৫৫), উ. জলদী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. কাউচার (৪২), গুনাগরি এলাকার মৃত গনী চৌধুরী ছেলে নাছিমুল গনী চৌধুরী (৪৯), নাপোড়া এলাকার শাহ আলমের ছেলে আব্দুল খালেক (৩৬), খানখানাবাদ কদম রসুল এলাকার মৃত নুর আহমদের ছেলে শামশুল আলম (৬০), শেখেরখীল এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. রিদুয়ান (৩০) এবং মোস্তাফা আলীর ছেলে রেজাউল করিম (৩৬)। এদের মধ্যে নাজিম উদ্দিন ও আব্দুল খালেককে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা যাত্রী বাহী (কক্সবাজার-জ-১১-০০২৬) স্পেশাল বাসটিতে ভাড়া আদায় নিয়ে যাত্রীর সাথে বাস কন্ট্রাকটারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *