আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী সংবর্ধিত

ওবায়দুল হক  আরব আমিরাত থেকে : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই উত্তর আমিরাত প্রবাসী শাখার উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজা মেম রেস্টুরেন্ট হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ইউএই প্রবাসী শাখার উপদেষ্টা নুরুল আবছার। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, সারজা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ব্যাংকার এস এম নুরুল ইসলাম, উপদেষ্টা আমির হোসেন,বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরু, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মুনির, ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবু, আবু তাহের ভূইয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মীর কামাল, সহ-সভাপতি আনোয়ারুল হোসেন, জসিম উদ্দিন পলাশ প্রমুখ। বক্তব্য রাখেন মোহাম্মদ জকি,জানে আলম, এয়ার মোহাম্মদ, মীর কামাল, মীর খালেদ,মোহাম্মদ আবছার,রাসেল, মাহাবুব আলম
প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *