রাউজান প্রতিনিধি: রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রাউজান সরকারি কলেজের সভাপতি জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপিকা সৈয়দা রেহানা আফরোজা”র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মামনুন আহম্মেদ অনীক, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম নেওয়াজ প্রমুখ।
Leave a Reply