আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে-নওফেল

নওফেল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দেশ ও জাতিকে সম্মুখ দিকে নিয়ে যাওয়ার একটি আদর্শিক শক্তি ও ভিত্তি। এই শক্তিকে সুসংহত করে গতিশীলতা দেবে-এ থেকে আমার রাজনৈতিক জীবনের শুরু ও সূত্রপাত। আমি চাইছি আপনারাও সেই পথে প্রাণিত হবেন।

তিনি দৃঢ়তার সাথে আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেবেন, তার পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে এবং আমাদের ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ বলেন, মহানগরের ৫টি ওয়ার্ডে আমাকে বিজয়ী করতে যে সকল নেতাকর্মীরা নিবেদিতপ্রাণ ছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কাজ করেছেন তা দলের সাংগঠনিক ভিত্তিকে অবশ্যই মজবুদ করবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আত্মঘাতি কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকতে হবে। পরস্পর পরস্পরকে হেয় করার অপচেষ্টা বন্ধ করতে হবে। যদি তা করতে না পারি তাহলে দিন শেষে ক্ষতি হবে মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকারের।

তিনি আরো বলেন, মতের ব্যক্তিক ভিন্নতা যা-ই থাকুক আমরা কিন্তু দলীয় সংহতির রক্ষার্থে সকলকে আপন করে নিতে হবে। এই আপন শক্তি দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি। তৃণমূলস্তর থেকেই পরীক্ষিত যারা আছেন, তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল সাংগঠনিক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছে এবং হবে। ক্ষমতাসীন সরকারের সকল শুভ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, হাজী এম.এ রশীদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান মো. শমসের, এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, জুবায়েরা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, হাজী মো. আবু তাহের, জহর লাল হাজারী সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বি এম এ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর মাতা মোছাম্মৎ খোরশেদা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া সাবেক মন্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ডা. মোহাম্মদ আফসারুল আমীন এম.পি বর্তমানে চিকিৎসারত অবস্থায় সিঙ্গাপুরে রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *