সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাস খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আইআইইউসি শাখার ছাত্রলীগ।
শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সকল নেতাকর্মী ক্যাম্পাসের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।
কুরানিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ এর ১ম বর্ষের ২য় সেমিস্টারে শিক্ষার্থী আদনান এর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে আদনান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে মামলা করে। উক্ত মামলা প্রত্যাহার করে অভিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে তারা মিছিল থেকে দাবী জানান।
মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এর প্রতিবাদে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা চালায় পরে কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতিসহ নেতৃবৃন্দ ছাত্রলীগ কর্মীদের শান্ত করার চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে না দিলে তারা সেখান থেকে সামনে অবস্থান নেয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলাপের মাধ্যমে ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য প্রশাসনিক ভবনে যায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের দাবিগুলো উপস্থাপন করলে কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে এ মর্মে আশ্বস্ত করলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসে।
পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।
এসময় কর্তৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি-দাওয়ার বাস্তবায়ন না করে তাহলে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে নিয়ে আগামী মার্চ মাসের বিশ্ববিদ্যালয় অবরোধ করার ঘোষণা দেয়। তারা আরো জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উন্মোচন করবে।
এসময় বক্তব্য রাখেন সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সাম্রাট, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু, আইআইইউসি ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সৌরভ, জুবায়ের ইসলাম ডলার, মিফতাহুল হাসান আনাম, তানভীর হোসেন সাকিব, সুব্রত শুভ, রবিউজ হাসানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তারা ঘোষণা দেন আগামী ৭ দিনের মধ্যে আইআইইউসি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
Leave a Reply