বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আকবর বাহিনী

যুব বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বপ্নের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ফাইনাল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের যুবাদের হারিয়ে জুনিয়র টাইগাররা ফাইনালে পৌঁছে। তবে এই ম্যাচ নিয়ে বিশেষ কিছু না ভেবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাবে আকবর আলীরা।

যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলি-মাহমুদুল হাসান জয়রা।

অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত। যে কারণে, শিরোপা জেতার জন্য টাইগারদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে তাদের।

যুব অধিনায়ক আকবর ফাইনাল প্রসঙ্গে বলেন, ‘আমাদের ফাইনাল ম্যাচ জিততেই হবে বা বিশ্বকাপ নিতেই হবে- এরকম চিন্তা করলে হয়তো চাপ কাজ করবে। আমরা চেষ্টা করছি- পুরো টুর্নামেন্ট যেভাবে প্রতিটি ম্যাচকে নরমাল গেম হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবে নরমাল গেম হিসেবেই নেওয়ার চেষ্টা করবো।’

আকবর বলেন, ‘ভারত দুর্দান্ত একটি দল। তাদের ব্যাটিং-বোলিং দুটো ডিপার্টমেন্টই খুব ভালো। টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, আমরাও অপরাজিত রয়েছি। আশা রাখি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।’ নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক বলেন, ‘আমরা তাদের নিয়ে যে পরিকল্পনাগুলো সাজিয়েছি সেগুলো যদি মাঠে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

নিজের দলের উপর যথেষ্ট আস্থা আছে আকবরের। এবার শুধু তাই মাঠের লড়াইয়ের অপেক্ষা।

তিনি বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি, ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ভালো। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিতে বলও করছে।’ ভারতের বিপক্ষে একই প্রয়োগ ঘটাতে করতে পারলে ফল পক্ষে আসবে বলে আশাবাদ আকবরের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *