পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

পটিয়ায় দুটি মোটর সাইকেল ইয়াবা উদ্ধার

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ২টি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও বৈদেশিক মুদ্রা, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সনদ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবির এর পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

পটিয়া থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পটিয়া থানার এসআই রোকন উদ্দিন, এসআই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা, ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, ২টি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা প্রকাশ করে জানান ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে জানালেন ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *