এবার একে ২২সহ বিপুল গুলি ও অস্ত্র উদ্ধার হল শিবির ক্যাডার সরোয়ারের বাড়িতে

শিবির ক্যাডার সরোয়ারের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রাম ডেস্ক : ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতারের পর দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী মো. সরোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে একে ২২ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার ভোরে গ্রেফতার সরোয়ার প্রকাশ বাবলাকে সাথে নিয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ির আবদুল কাদেরের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২ টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ জানিয়েছে, কাতারে অবস্থান করা আরেক দুর্ধর্ষ শিবির ক্যাডার ম্যাক্সন এবং যুবলীগ ক্যাডার একরামও সম্প্রতিকালে দেশে ফিরে এসেছে বলে তথ্য দিয়েছে গ্রেফতার সরওয়ার। পুলিশ তার দেওয়া তথ্যগুলো যাচাইবাছাই করছে বলে জানান। আরো খবর : শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড সারোয়ার গ্রেফতার

সরোয়ারের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। তিনি জানান, সরোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হচ্ছে।

তিনি আরো জানান, সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে। সরোয়ারের বিরোধ খুন সন্ত্রাস চাঁদাবাজিসহ অন্তত ১০/১২টি মামলা রয়েছে। শুনেছি দুই মাসে তার অপর সহযোগি শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সন এর সাথে মারামারির ঘটনায় কাতার পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে গোপন তথ্য মতে ডিএমপির পুলিশের একটি টিম ঢাকা বিমানবন্দরে অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর বিষয়টি সিএমপির বায়েজিদ থানায় অবহিত করলে থানা পুলিশের একটি টিম ঢাকায় গিয়ে গ্রেফতার সরোয়ারকে চট্টগ্রাম নিয়ে আসে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার তার বাড়িতে লুকিয়ে রাখা অস্ত্রের সন্ধান দিলে রবিবার ভোরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ২০১১ সালের ১১ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রসহ সন্ত্রাসী ম্যাক্সন ও সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে কাতারে চলে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *