২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শীতলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত মুক্তিযুদ্ধা সফি’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে শীতলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলিমউল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মোতাহের হোসেন সিদ্দিকী, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আরো খবর : সীতাকুণ্ডের শীতলপুরে কারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
মুক্তিযুদ্ধা সফি শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন। নিহত শফি স্থানীয় বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়ার ছেলে।
Leave a Reply