বোয়ালখালীতে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বোয়ালখালীতে দুর্ণীতি

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার পূর্ব গোমদন্ডী আলহাজ্ব বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এ বিতর্ক প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ঈসমাইল হোসেন চৌধুরী আবু।

শিক্ষক মো. মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার বোয়ালখালী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষক মো. আশরাফ আলী, বাপ্পী রানী চৌধুরী, দিলরুবা খানম, মাহফুজা বেগম, প্রণব চক্রবর্তী, মো. ওয়াইজ উদ্দিন, মো. পারভেজ হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. শেকাব উদ্দিন ও মো. আনোয়ার হোসেন।

‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরুস্কার দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবন থেকে সততা ও ন্যায় নীতির মাধ্যমে জীবন গড়ে তুলতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *