করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯১০

চীনে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন।

আজ সোমাবর (১০ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (০৯ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে ৯৭ জনের। এরমধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৮ জন।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার একদিনেই এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন; নতুন ৩০৬২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চীনের বাইরেও ২৫টির বেশি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *