গতরাতেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিকারী আকবর বাহিনী।
তবে তারা যতটা মুখ উজ্জ্বল করেছিলেন আজ ঠিক ততটাই ম্লান করলেন লাল-সবুজের প্রতিনিধিকারী সিনিয়র দল৷ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের কাছে চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যেই ইনিংস ও ৪৪ রানে হেরেছে মমিনুল-তামিমরা। এই নিয়ে বিদেশের মাটিতে টানা ৪ টেস্ট ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ৷
তৃতীয় দিন শেষ বিকেলে নাসিম শাহর হ্যাটট্রিকে বাংলাদেশের পরাজয় ছিল সময়ের ব্যাপার। আজ সকালে কতক্ষণ টিকে থাকতে পারে বাকি ব্যাটসম্যানরা সেটাই ছিল দেখার বিষয়। দিনের শুরুতেই মমিনুলের আউটের মধ্য দিয়ে শুরু হয় টাইগার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথে হাটা। আবারো সেই একই কাহিনীর পুনরাবৃত্তি। সেট হয়ে ফিরে যাওয়া৷ মমিনুক ফিরেন ৪১ রানে।
তারপর রুবেলকে নিয়ে ২৬ ও রাহিকে নিয়ে ৯ রান যোগ করেন লিটন। তিনি নিজেও আবারো কাটা পড়েন বলতে গেলে সেই ৩০ এর ঘরেই। এই নিয়ে শেষ ১১ ইনিংসে ৮ বারই সেট হয়েও ফিফটির দেখা পাননি লিটন। ইয়াসির শাহর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান ২৯ রানে। লিটনের যাওয়ার সাথেই সাথেই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১৬৮ রানে৷ ফলে ইনিংস ও ৪৪ রানের জয় পায় পাকিস্তান৷ পাকিস্তানের নাসিম শাহ ও ইয়াসির শাহ ৪ টি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৩ ও পাকিস্তান ৪৪৫ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদশ (১ম ইনিংস):
২৩৩/১০, মিথুন- ৬৩, শান্ত- ৪৪। আফ্রিদি- ৪/৫৩
পাকিস্তান (১ম ইনিংস):
৪৪৫/১০, বাবর- ১৪৩, মাসুদ- ১০০। রাহি- ৩/৮৬, ৩/১১৩।
বাংলাদেশ (২য় ইনিংস):
১৬৮/১০, মমিনুল- ৪১, শান্ত- ৩৮। নাসিম- ৪/২৬, ইয়াসির- ৪/৫৮।
Leave a Reply