২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাত করে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় আরো দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো খবর : মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন
এর আগে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানালেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুর আলমের ছেলে আশরাফুল আলম হৃদয় (২২), একই এলাকার ছুট্টু সওদাগর বাড়ির নুর হোসেনের ছেলে হাসান (২৫) ও আদমপুর এলাকার তালুকদার কাবলি বাড়ির মহিত উল্লাহ ভুঁইয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম ভ’ইয়া প্রকাশ রিপন (২৬)। এদের মধ্যে আশরাফুল আলম হৃদয় মূল হত্যাকারী বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব নামে এক যুবক নিহত হওয়ার পর তদন্তে নামে তার থানা পুলিশের একটি টিম। রবিবার প্রথমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি হৃদয়কে গ্রেফতার করা হয় এবং পরে তার দেয়া তথ্য মতে এ হত্যাকাণ্ডে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, রাকিব হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।