আজ সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স রুমে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইনক্লুশন ওয়ার্কস্ প্রকল্প সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক ডা: এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান এর সঞ্চালনায় সভায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের নির্বাহী ও প্রতিনিধিগণ, কর্পোরেট সেক্টরের প্রতিনিধিগণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং বক্তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি উল্লেখযোগ্য অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিবন্ধী যুবকদের কর্মসংস্থান প্রদান করছে। এছাড়া নব নির্মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনটি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে এবং প্রতিবন্ধী যুবকদের কর্মসংস্থান তৈরীতে সরকারের পাশাপাশি সকলের সক্রিয় উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার ও এটুআই এর কন্সালটেন্ট ভাস্কর ভট্টাচার্য্য।
এতে আরো বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা, সমাজসেবা চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা, অধ্যাপক মো: জাহাঙ্গীর, অধ্যক্ষ বিজয় স্মরনী ডিগ্রী কলেজ, চসিক কাউন্সিলর গিয়াস উদ্দীন, মো: বিজিএমইএ চট্টগ্রাম প্রতিনিধি মো: করিম উল্লাহ চৌধুরী, ওমেন চেম্বার প্রতিনিধি ইফফাত জাহান ।
এতে উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হেড অব প্রোগাম্স সুবোধ কুমার দাশ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনক্লুশন ওয়ার্কস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: আবদুর রাকিব।
সম্প্রতি ইউকে এইডের অর্থায়নে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, ইপসা প্রতিবন্ধী যুবক নারী ও পুরুষদের জন্য প্রাতিষ্ঠানিক র্কমসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩ বছর মেয়াদী প্রকল্পটি শুরু করেন।
কর্ম পরিবেশ তৈরী, কর্মে অন্তর্ভূক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান সমূহে প্রতিবন্ধী-বান্ধব কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করণের নিমিত্তে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য এই সভার আয়োজন করা হয়।
এছাড়া সভায় উপস্থিত সরকারী বেসরকারী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, চাকুরীদাতা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ এধরণের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply