খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃত্তি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা ‘‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান” শীর্ষক স্কিমের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলার নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি তুলে দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরাগী, সুরকার ও গীতিকার অনামিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অব.) মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কামরুজ্জামান, পাচউবো’র নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম এবং বোর্ডের উপ-সচিব মংছেন লাইন রাখাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সচেতন নাগরিক কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রান্না, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট’র উপ-পরিচালক (ভাব:) জীতেন চাকমা, দৈনিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাজুসহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, অভিভাবক উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *