ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারস্থ কমিনিউটি সেন্টারে আল্লামা মুফতী জসিম উদ্দিন আলকাদেরীর সভাপতিত্বে ও আল্লামা হাফেজ মুহিউদ্দিন আলক্বাদেরীর সঞ্চালনায় ফটিকছড়ি দক্ষিণ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আবিদীকে সভাপতি,আল্লামা হাফেজ মুহিউদ্দিন আনক্বাদেরীকে সাধারণ সম্পাদক ও আল্লামা নঈমুল হক নঈমীকে সাংগঠনিক সম্পাদক করে করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের মহাসচিব পীরে ত্বরিক্বত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌলাহ(মঃজিঃআঃ)।
প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আলী শাহ নেছারী সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন আল্লামা আবুল কালাম বয়ানী,অধ্যক্ষ আল্লামা আবুল বশর সিদ্দিকী,আল্লামা ইয়াছিন রজভী,আল্লামা ইয়াছিন হায়দরী, আল্লামা সরওয়ার আলম ক্বাদেরী,আল্লামা সালাহউদ্দিন শাহ,আল্লামা ফিরুজুল আলম রজভী ও আল্লামা ফজলুল বারী ক্বাদেরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা ইলিয়াস খাঁন,আল্লামা ইসমাঈল ক্বাদেরী,আল্লামা শামসুল আলম নঈমী,আল্লামা মনছুর নেজামী,আল্লমা জাফর কামালী,আল্লামা রফিক রজভী,আলহাজ্ব আইয়ূব আলী ম্যানেজার,আলহাজ্ব আলমগীর শেঠ,এস এম জাহাঙ্গীর সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও মান্যগণ্য ব্যক্তিবর্গ।
বক্তারা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের প্রচার-প্রসারের মাধ্যমে ইসলামের আলো সর্বত্র ছড়িয়ে দেয়ার সকলের প্রতি আহবান জানান।
পরিশেষে মীলাদ-ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply