বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস বিলাসবহুল একটি প্রমোদতরী কিনছেন। তরল হাইড্রোজেনে চালিত এ প্রমোদতরীটি ধোঁয়ার পরিবর্তে নির্গত করবে পানি। বিলাসবহুল এ জলযানের মূল্য (৫০০ মিলিয়ন পাউন্ড) বাংলাদেশি টাকায় ৫ হাজার ৪৭৬ কোটি ৭২ লাখ টাকার সমান।
পাঁচতলা এ জলযান লম্বায় ৩৭০ ফুট। এতে একসঙ্গে ১৪ জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে থাকবেন ৩১ জন। জলযানটিতে হেলিপ্যাড, স্পা, জিমনেসিয়াম, ইয়োগা স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও সুইমিং পুল থাকবে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রমোদতরীটিতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ে মিশ্রণ করে একাজ চলতে থাকবে।
প্রমোদতরী সমুদ্রে তার যাত্রা শুরু করতে পারবে ২০২৩ সালে। গতি হবে ঘণ্টায় প্রায় ২০ মাইল। একবার জ্বালানি নিয়ে ৩ হাজার ৭৫০ মাইল অর্থাৎ লন্ডন থেকে নিউইয়র্ক পাড়ি দিতে পারবে। ব্যাকআপ হিসেবে ডিজেল রাখারও ব্যবস্থাও রয়েছে এতে।
Leave a Reply