সীতাকুণ্ডে জাহাজে ৫ দিন আটকে থেকে অবশেষে নিজ দেশে ফিরে গেলো ১৭ চীনা নাবিক

সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজে আটকে থাকা ১৭ নাবিক ফিরছে দেশে

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্রাপ জাহাজে ৫ দিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশের ফিরে গেলো ১৭ চীনা নাবিক।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় বিচিং করা উক্ত জাহাজ থেকে ১৭ নাবিক নিচে নেমে তিন মাইক্রো যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রওয়ানা হয়। সেখান থেকে বিমান যোগে তারা থাইল্যান্ডের ব্যাংকক হয়ে বাই রোডে নিজ দেশ চীনে চলে যাবেন।

এ ব্যাপারে লালবাগ শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম আবদুল্লাহ বলেন, চীনের ১৭ নাবিক ৫ ধরে আমাদের জাহাজে ছিল, করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি। ডাক্তারী পরিক্ষায় তাদের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস পাওয়া যায়নি।সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজে আটকে থাকা ১৭ নাবিক ফিরছে দেশে

তিনি বলেন, সরকারী নির্দেশনায় ১৭ চীনা নাবিককে তাদের এজেন্সীর মাধ্যমে বিমানের টিকেট দিলে আজ সকালে তাদের নিজ দেশে পাঠানো হয়। আরো খবর : সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আটকে আছে ১৭ চীনা নাবিক

উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে রওনা দিয়ে শনিবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে সোনাইছড়ি ইউনিয়নের আবুল কাসেম মোঃ আবদুল্লাহ ও হাজ্বি লিয়াকত আলীর মালিকানাধীন লালবাগ শিপ ইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিকদের নিচে নামতে দেওয়া হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *