চট্টগ্রাম-আগরতলা সাংবাদিক টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে চট্টগ্রাম সাংবাদিক দল বিজয়ী

চট্টগ্রাম-আগরতলা প্রীতি ক্রিকেট ম্যাচ চট্টগ্রাম সাংবাদিক দল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-আগরতলা সাংবাদিক টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে জিতল চট্টগ্রাম সাংবাদিক দল। ভারতের আগরতলার স্যন্দন একাদশের সাংবাদিক দলকে ৪ রানে হারায় তারা।চট্টগ্রাম-আগরতলা প্রীতি ক্রিকেট ম্যাচ আগরতলা সাংবাদিক দল

আজ ১২ ফেব্রুয়ারি সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০ ওভারের ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম একাদশ।

সুমন গোস্বামীর ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩০ রান তোলে চট্টগ্রাম একাদশ। জবাবে আগরতলার সাংবাদিক দল-স্যন্দন একাদশ ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান।
চট্টগ্রাম-আগরতলা প্রীতি ক্রিকেট ম্যাচ চট্টগ্রাম

ফলাফল ৪ রানে জেতে চট্টগ্রাম একাদশ। চট্টগ্রাম সাংবাদিক একাদশের হয়ে ৩১ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুমন গোস্বামী। ম্যাচ শেষে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।ম্যাচ সেরা সুমন গোস্বামী

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল আলম জুয়েল।
চট্টগ্রাম-আগরতলা প্রীতি ক্রিকেট ম্যাচ

মুজিব বর্ষ- উপলক্ষে ভারতের এিপুরা রাজ্যের জনপ্রিয় দৈনিক স্যন্দন পএিকার নেতৃত্বে গেল ১১ ফেব্রুয়ারী ৪ দিনের সফরে বন্দর নগরী চট্টগ্রাম আসেন ২০ সদস্যের ভারতীয় সাংবাদিক দল। সফরকালে ভারতের সাংবাদিক প্রতিনিধি দল প্রেস ক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত এবং নগরীর পর্যটন স্থানগুলো ঘুরে দেখবেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে চট্টগ্রাম ত্যাগ করবেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *