২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় শুক্র দাস নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হওয়ার খবর জানা গেছে।
আজ ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌরসভার আজম রোড রাস্তার মাথায় চান্দের গাড়ি টমটম নসিমন করিমনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শুক্র দাসকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
নিহত শুক্র দাসের বাড়ি পঞ্চগড় জেলার ভদার থানার সাকোয়া বাজার এলাকায় বলে জানা গেছে। এ দুর্ঘটনায় মো রাজু (১৭) ও ধজিবুল ইসলাম (২৫) আহত হয়। আহত শ্রমিকরা উপজেলার নানুপুর বাজারের আহমদিয়া ট্রেডার্স এ শ্রমিকের কাজ করেন।
Leave a Reply