বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এ যেন তারুণ্যের জয়োৎসব

কুবি প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন অনুষদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মিছিল শেষ হয়।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।

মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মিছিলে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *