হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র তুরস্ক গমন

  |  শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ |  ৫:৫০ অপরাহ্ণ
24ghonta-google-news

ওয়ার্ল্ড সূফি ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) ইস্তাম্বুল দারুস সালাম কুল্লি ইয়াফি এর আমন্ত্রণে ৯ম আন্তর্জাতিক সূফি সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

তিনি ১৪ ফেব্রুয়ারি সকালে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা করেন।

24ghonta-google-news

হুজুর কেবলা ১৫-১৭ ফেব্রুয়ারি ইস্তাম্বুলের দারুস সালাম কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩দিনের উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ইসলামে সূফিবাদের আলোকে বিশ্বে শান্তি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর বক্তব্য রাখবেন। এ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিগণ যোগদান করবেন।

প্রসঙ্গতঃ হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আমন্ত্রণে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সূফিবাদি মানবিক ইসলামের বিকাশ ও চর্চায় ভূমিকা রেখে আসছেন।

24ghonta-google-news
24ghonta-google-news