চবিতে ডিন নির্বাচন কাল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চবির ডিন নির্বাচন

মেহেদী হাসান, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ অনুষদের ডিন নির্বাচন আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে ডিন নির্বাচন শুরু হবে। এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোট দিয়েছেন অনেকেই।

এবারের ডিন নির্বাচনে অংশ নিয়েছেন মোট তিনটি দলের ২১ জন প্রার্থী। চূড়ান্ত তালিকানুযায়ী, আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের ছয়জন, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দলের তিনজন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পাঁচজন এবং হলুদ দলের সাতজন বিদ্রোহী প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে হলুদ দলের ইতিহাসে এবারই প্রথম এতো বিদ্রোহী প্রার্থী।

উল্লেখ্য যে, সমাজ বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলুদ দলের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী নির্বাচিত হয়েছেন। একারণে আট অনুষদের একটিতে ভোটের আগেই নির্বাচিত হওয়ার ফলে সাত অনুষদে চূড়ান্ত প্রার্থী সংখ্যা মোট ২১ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *