আবারো বাবা হলেন কিংবদন্তী অলরাউন্ডার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এবারও আফ্রিদি-নাদিয়া দম্পতির কোল আলোকিত করে এসেছে কণ্যা সন্তান। এ নিয়ে পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আফ্রিদির আগের সন্তানের নাম- আকনা, আনসা, আজয়া ও আসমারা। পঞ্চম সন্তানের নাম এখনো ঠিক করেননি আফ্রিদি।
আফ্রিদি ভক্তদের সুখবর দিয়ে লিখেছেন, ‘সর্বশক্তিমানের অসীম আশীর্বাদ ও করুণা আমার উপর। ইতোমধ্যে চারটি কন্যা আমাকে দেয়া হয়েছে, আমি এখন পঞ্চম কন্যা সন্তানের বাবা। আলহামদুলিল্লাহ। আমার শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিচ্ছি।’
৩৯ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে ২২ বছর ক্রিকেট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো এ ক্রিকেটার নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
Leave a Reply