নেজাম উদ্দিন রানা, রাউজান: রাউজানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান সরকারি আর আর এ সি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান শরীফ পাড়া খেলোয়াড় সমিতির আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা উদযাপন পরিষদের আহবায়ক, রাউজার পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্,উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বি এম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা,আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে,সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, সদস্য সচিব আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শক্তিশালী দল বঙ্গবন্ধু রানীরহাট স্পোর্টিং ক্লাব বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া।
টুর্ণামেন্টের স্পন্সর হলেন সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, জে কে গ্রুপ ও আজিজুর রহমান ফাউন্ডেশন।
উদ্বোধনী খেলায় উভয় দলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়ার অংশ নেন। খেলা উপভোগ করতে রাউজান ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক সমাগম হয়।
এর পূর্বে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
Leave a Reply