রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব সম্পন্ন

রাউজান নোয়াপাড়া কলেজ পিঠা-পুলি ও বসন্ত উৎসব

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মেয়েরা রং-বেরঙের শাড়ী, বাহারী সাজ আর মাথায় ফুলের খোঁপা, ছেলেদের পড়নে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী পড়ে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মেতেছিল পিঠা-পুলি আর বসন্ত উৎসবে।

শিক্ষার্থীদের সাথে উৎসবের রঙে মেতে উঠেন শিক্ষক-শিক্ষিকারা। বাসন্তী হাওয়ার দোলায় চড়ে উৎসবের রঙিন আভায় মেতেছিল সকলে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীি এমপি।

উদ্বোধন শেষে অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন গভর্নিং কমিটির সদস্য এসএএম হোসাইন, ব্যবসায়ী লায়ন এম আবু বক্কর সিদ্দিকী,কলেজ উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমেদ, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, জাহাঙ্গীর সিকদার, পথেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ আরো অনেকেই।

সভাশেষে প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের সাথে নিয়ে কলেজ মাঠের চারপাশে স্থাপিত শিক্ষার্থীদের পিঠাপুলির স্টলগুলো পরিদর্শন করেন। কলেজ মাঠের ১৫টি স্টলে রকমারি ডিজাইন আর সুস্বাধু পিটা-পুলির পসরা সাজিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে বিকেল অব্দি চলে উৎসব।

পিটাপুলি উৎসবে অংশ নেওয়া স্টলগুলির মধ্যে ছিল পিঠা খাইলে আইয়ুন, নাম নাই, বাঙ্গালীর হেসেল, বি এম, পিঠা সমাহার, পিঠা কুটির, বি এসসি, পিঠাকুঞ্জ, বাঙ্গালী পিঠাঘর, মানবিক ও বিজ্ঞান দ্বিতীয় বর্ষ।

পিটা খাইলি আইয়ুন স্টলে গিয়ে দেখা যায় ব্যবসায়ী শিক্ষা ‘খ’ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ২২ আইটেমের পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। সাগর, আবিদ, সাজেদা, মনির ও আদিল জানান, তাদের স্টলে পিঠা খেতে সকাল থেকেই ভীড় লেগে আছে।

পিঠাঘরে সাতটি আইটেমের পিঠা নিয়ে স্টল খুলেছেন এইচএসসি দ্বিতীয় বর্ষের রেশমি, সাইমা ও সাদিয়া। কলেজের রোভার স্কাউটরা পিঠা সমাহার স্টলে ১৩ আইটেমের পিঠার পসরা সাজিয়েছেন। নজরুল, তৃষা সেন গুপ্তা, ইকরা, রেশমি ও তৃষা জানান, তাদের স্টলের পিঠা খু্ব ভালোই বিক্রী হয়েছে।

অতিথি আপ্যায়ন পিঠা কুটিরে গিয়ে দেখা যায়, সেখানে ৩০ পদের পিঠার আয়োজন। বিক্রী বেশ ভালোই হয়েছে বলে জানান স্টলের ইয়াছমিন আকতার। তাদের স্টলে সুজির কেক, গাজর লাড্ডু বেশ ভালোই বিক্রি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *