রোববার তথ্যমন্ত্রী’র পিতা’র স্মরণ সভায় আসছেন কৃষিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী

তথ্যমন্ত্রীর পিতার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা কাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জেলা পিপি এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 

আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকবেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, সাধারন সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন।

এতে মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। স্মরণ সভায় সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্মরণসভা উদ্যাপন পরিষদের আহবায়ক এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা অ‌্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে গেছেন। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *