রাউজানে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু

রাউজান প্রতিনিধি : উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়েছে রাউজানে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা হল রুমে। উপজেলা প্রশাসন আয়োজিত শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মামনুন আহম্মেদ অনিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, রাউজান কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান প্রমূখ।

প্রতিযোগিতায় উপজেলার ১২টি কলেজের ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির বলেন ভাষার মাসে শুদ্ধ সুরে বাংলায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা আমাদের গৌরবের। শুধু জাতীয় সঙ্গীতে শুদ্ধ সুরে এটা সরকারের প্রথম দাপ। আমরা চাই সবক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে।

বাঙ্গালী জাতির প্রাণের ভাষা এখন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন ছড়িয়ে দিতে হবে শুদ্ধ উচ্চারণে মায়ের ভাষাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *