মেহেদী হাসান, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল। তবে বিজয়ীদের মধ্যে ৪ জন হলুদ দলের হলেও বাকি ৪ জন হলুদ দলেরই বিদ্রোহী প্রার্থী। নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেউ বিজয়ী হতে পারেন নি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে ৭ অনুষদের ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।
আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের বিজয়ীরা হলেনঃ- সমাজবিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, কলা ও মানববিদ্যা অনুষদে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড.মোঃ মহীবুল আজীজ, জীববিজ্ঞান অনুষদে ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হোসাইন এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রাশেদুন্নবী।
হলুদ দলের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেনঃ- ব্যাবসায় প্রশাসন অনুষদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.সালামত উল্ল্যা ভূঁইয়া, বিজ্ঞান অনুষদে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিম হাসান, আইন অনুষদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাশেদ মোস্তফা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূর আহমেদ বলেন,আজ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে ৭ অনুষদের ভোট গ্রহণ চলে। এতে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের চারজন এবং হলুদ দলের বিদ্রোহী চারজন বিজয়ী হয়েছেন।তাছাড়া সমাজবিজ্ঞান অনুষদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোট গ্রহণ হয়।এতে প্রথমদিন ২৫ জন এবং দ্বিতীয় দিন ২২ জন ভোটার ভোট প্রদান করেন।
Leave a Reply