গ্যাস বিস্ফোরণে নারায়ণগঞ্জে একই পরিবারের ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড সাহেব পাড়া এলাকার একটি ৫ তলা ভবনের নিচতলার বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮জন দগ্ধ হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মো. কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩), নুরজাহান (৬০) ও আপন (১০)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই বাড়ির নিচ তলায় পরিবারটি ভাড়া থাকে।বাসার লাইনের গ্যাসে বেশি চাপ না থাকায় বাসায় সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন তারা। রাতে রান্নার পরে গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তারা। ভোরবেলা উঠে ম্যাচ জ্বালাতেই জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *