সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদের মৃত্যু,চুয়েট ভিসি’র শোক

চুয়েট শিক্ষার্থী তাহমিদুল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদ চৌধুরী (২৩) ও আর বাঁচলনা। প্রায় ৩৬ ঘন্টা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদ মারা যায়।

নিহত তাহমিদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থী এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি. বাজার এলাকার শাহাব উদ্দিন আহমেদ এবং বেগম রোকসানা শাহাবের একমাত্র সন্তান বলে জানা গেছে।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত হয় চার জন। তাদেরকে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন ফয়সাল রিদুয়ান কবির নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোমবার সকালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় তাহমিদ চৌধুরীর। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাছাড়া কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ার নামে আরো দুজন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

পরিবারসূত্রে জানা যায়, মরহুম তাহমীদুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আজ ১৭ ফেব্রুয়ারি বেলা ২ ঘটিকায় নগরীর পাঁচলাইশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবন (পাঁচলাইশ থানার পশ্চিমে) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এরপর তাঁকে গ্রামের বাড়ি বাঁশখালী নিয়ে যাওয়া হবে। সেখানে রাত ৮ টায় দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

চুয়েট ভিসি’র শোক প্রকাশ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চুয়েট শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরী (২৩)র মৃত্যুতে চুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তিনি এক শোকবার্তায় বলেন, সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র তাহমীদুল ইসলাম চৌধুরীর এই অকালে ঝরে যাওয়া আমাদের সকলকে অত্যন্ত বেদনাহত করেছে। তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারের জন্য বড় ক্ষতি হয়ে গেল। আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে তাহমীদুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তার পরিবারের সকলকে এ শোকের ভার বহনের ক্ষমতা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *