দুবাইয়ে শুরু হয়েছে গাল্ফ ফুড মেলা-২০২০

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে শুধু হয়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম আসর গাল্ফ ফুড ২০২০। প্রতিবছর বিশ্বের নান্দনিক ফুড আর ঐতিহ্যের মেলবন্ধন নিয়ে এ আসর বিশ্ববাসীকে আন্দোলিত করে।

বাংলাদেশি প্যাভিলিয়ন রয়েছে মেলার জাবিল হল ১ বাংলাদেশি শপিং আউটলেট। আগামী বছর আরো বড়োসড়োভাবে বাংলাদেশ অংশ নিবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। মেলা পরিদর্শন করতে আসেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান।

দুবাইয়ের গাল্ফ ফুড মেলাটি শেখ জায়েদ রোডে ওয়াল্ড টেট্র সেন্টারে অবস্থিত। এটি এক জায়গায় বিশ্বের ৭০ দেশের ফুডকে একত্রিত করে। এটি বিশ্বের বৃহত্তম ফুড, পর্যটন, অবসর, শপিং এবং বিনোদন প্রকল্প বলে দাবি করে। এটি এই অঞ্চলের প্রথম ফুড, সাংস্কৃতিক, বিনোদন, পরিবার এবং শপিংয়ের গন্তব্য। প্রতিবছর এর আয়োজন করা হয়।

১৬ ফেব্রুয়ারি এবারের মেলা শুরু হয়েছে যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরে বহুসংস্কৃতির আকর্ষণে ৭০টিরও বেশি দেশের প্যাভিলিয়নে প্রায় ৩ হাজারের বেশি শপিংয়ের আউটলেট রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *