চট্টগ্রামের রাউজানে বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গপূজার মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
এ সময় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, রাউজানের সকল ধর্ম-বর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। বিভিন্ন উৎসব পার্বণে রাউজানের মানুষ একে অপরের সাথে আনন্দ উদযাপনে শরীক হয়ে অসাম্প্রদায়িক চেতনার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ৬ অক্টোবর রোববার সন্ধ্যা থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি উত্তর রাউজানের ৯টি পূজাম-প পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডি, আই, জি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী ইকবাল,স্বপন দাশ গুপ্ত, শ্যামল পালিত, শাহ্ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারন সম্পাদক সুমন দে, সাবেক সভাপতি এড: সমীর দাশ গুপ্ত, এড: দিলীপ কুমার চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক মো: আসিফ প্রমুখ ।
Leave a Reply