রাউজান উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত উপদেষ্টা এডভোকেট এম.আনোয়ার চৌধুরী বলেন, রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী দল ও এলাকার উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে, তা ইতিহাস হয়ে থাকবে। যার কারণে এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান এখন আওয়ামীলীগের দুর্গে পরিনত হয়েছে।
তিনি সোমবার সকালে উপজেলার নিজ গ্রামের লোকজনের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বড়ঠাকুর পাড়া স্কুল কমিটির সহ সভাপতি সিরাজুল হক, বড়ঠাকুর পাড়া ব্যবসায়ি কল্যান সমিতির সভাপতি মাহাবুবুল আলম, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ, ব্যবসায়ি মো. সেলিম উদ্দিন, মো.আলমগীর, মো.খালেদ।
উল্লেখ্য এডভোকেট এম.আনোয়ার চৌধুরী রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীর পিতা।
Leave a Reply