চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু

চকরিয়ায় যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে নিহত ২

২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী। তবে তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বুধবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো এক চালকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অপর চালকেরও মৃত্যু হয়। আহত কয়েকজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *