চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার ২০১৯ পেয়েছেন তিন বিজ্ঞানী।
তারা হলেন-যুক্তরাষ্ট্রের উইলিয়াম কেইলিন, পিটার র্যাটক্লিফ এবং যুক্তরাজ্যের গ্রেগ সেমেনজা।
২০১৯ সালের প্রথম সেশনের এই পুরস্কার সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয়।
অক্সিজেনের প্রাপ্যতা উপর নির্ভর করে মানবদেহের কোষগুলো কিভাবে খাপ খাইয়ে নেয় সেটি নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ২০১৯ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সুইডেনের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) সকালে নোবেল কমিটি তাদের ভেরিফায়েড টুইটার পেজে এক পোস্টে এই তিন বিজ্ঞানীর নোবেলপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেন।
নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, এই ত্রয়ীর আবিষ্কারের মধ্যদিয়ে ‘রক্ত স্বল্পতা, ক্যানসার এবং অন্যান্য অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন কৌশল’আবিষ্কারের পথ সুগম হয়েছে।
Leave a Reply