২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাংগা ইউনিয়নের মাইচ্ছ্যছড়া এলাকায় দু পক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ মূল দলের সহকারী কোম্পানি কমান্ডার সুমন চাকমার।
আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়। নিহত সুমন চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘটনা তদন্তে কোতোয়ালি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানা যাবে। তিনি বলেন, নিহত ব্যক্তি প্রসীত পন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আজ বুধবার সকালে স্থানীয়রা সুমন চাকমার মরদেহ মাইচ্ছ্যাছড়া এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতয়ালী থানা ও সুবলং ফাঁড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনাটির তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টা অব্রাহত থাকবে।
Leave a Reply