করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, বুধবার নতুন করে করোনা ভাইরাস মহামারীতে আরও ১৩৬ জনের মৃত্যুর পর মৃতের মোট সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়েছে।

চীনের মূল ভূখন্ডে এখন আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন বলে জানিয়েছে তারা।
মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার চার জনে দাঁড়িয়েছে, মৃতদের বেশিরভাগ হুবাই প্রদেশের মধ্যাঞ্চলের বাসিন্দা। সেখানে ডিসেম্বরে ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। এরপর তা মহামারী আকারে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিদিনের আপডেট তথ্য মতে, দেশজুড়ে ১ হাজার ৭৪৯ নতুন করে আক্রান্ত হয়েছে, যা এই মাসে নতুন আক্রান্তের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।

নতুন সংক্রমণগুলো হুবাইয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির কেন্দ্র স্থলের বাইরে ১৫ দিনে কেবলমাত্র ৫৬টি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।

চীনা কর্মকর্তাদের এক সমীক্ষায় বলা হয়েছে, বেশিরভাগ রোগীর ক্ষেত্রে সামান্য অসুস্থতার লÿণ পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং এর প্রাদুর্ভাব তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, চীনের গৃহিত পদক্ষেপগুলোর কারণে পরিস্থিতির ‘দৃশ্যমান অগ্রগতি’ হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *